বান্দরবান থানা পুলিশ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মঙ্গলবার অভিযান চালিয়ে অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে দুইজনকে ৭ দিনের করাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, বান্দরবান থানার কিলো ১ ডিউটিরত অবস্থায় এস আই মোঃ এরশাদ উল্লাহ ও এসআই মোঃ বিল্লাল হোসেনসহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের নেতৃত্বে পাহাড় কর্তন কারীদের হাতে নাতে ধৃত করে এ সাজা প্রদান করেন। বান্দরবান সদর থানাধীন ৩৩৭নং বালাঘাটা মৌজার হোল্ডিং নং-২৭২-এর আন্দরে পাহাড় কাটার সময় মোঃ মোজাফ্ফর (৪৫), পিতা-হাঁচি মিঞা, সাং-বালাঘাটা শৈল শোভা, বাদশা মিয়া বেলাল পিতা-মৃত ইমাম শরীফ, সাং-তমরু পাড়া, নাইক্ষ্যংছড়িকে আটক করা হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সাজা প্রাপ্তদের বান্দরবান কারাগারে প্রেরন করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.