মহামানব গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজরিত উপলেক্ষে মঙ্গলবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
পার্বত্য ভিক্ষুসংঘ পানছড়ি উপজেলার উদ্যোগে এ শোভাযাত্রাটি সকাল ৮টায় উপজেলার সংঘ মৈত্রী বৌদ্ধ বিহার থেকে আরাম্ভ হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বৌদ্ধ ভিক্ষু ছাড়াও এলাকার শত শত বৌদ্ধ নরনারী অংশ গ্রহণ করে। এ সময় পানছড়ি উপজেলার পার্বত্য ভিক্ষুসংঘের সভাপতি নন্দপাল মহাস্থবির বিশ্বের সকল প্রাণীর হিতসূখ ও মঙ্গল কামনা করেন।
মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ আর মহা পরিনির্বাণ প্রাপ্তি এ তিন কারণে বৌদ্ধ ধর্ম্বাবলম্বীরা এ পূর্ণিমাকে গুরুত্ব সহকারে পালন করে থাকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.