বরকল উপজেলার ২নং বরকল সদর ইউনিয়নের পূর্ব কদম তুলি গ্রামে কুঠির দান উপলক্ষে রোববার এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন রাঙামাটির রাজ বন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ভিক্ষু।
দিনব্যাপী অনুষ্ঠানে বুদ্ধ মূর্তি দান,সংঘদান অষ্টপরিষ্কার দান,কুঠির দান হাজার বাতি দান সহ বিভিন্ন দানানুষ্ঠান করা হয়। বিকালে সর্বজনীন পরিত্রাণ শ্রবণ করা হয়।
ধর্ম দেশনায় রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞা লংকার মহাস্থবির ভিক্ষু বলেন- বৌদ্ধ ধর্ম জ্ঞানের ধর্ম। এ ধর্মকে আয়ত্ব করতে হলে জ্ঞান অর্জনের পাশাপাশি দান শীল ভাবনার মধ্যে দিয়ে বৌদ্ধ ধর্মকে জানতে হবে।
অন্যান্যদের মধ্যে জুরাইছড়ি শাখা বন বিহারের অধ্যক্ষ বুদ্ধশ্রী মহাস্থবির, মিতিংগাছড়ি শ্রাবস্তি বন বিহারের অধ্যক্ষ সংঘসার স্থবির রাজ বন বিহারের সুমন স্থবির ভিক্ষু,করুণা রক্ষিত স্থবির ভিক্ষু, শুদ্ধা নন্দ স্থবির ভিক্ষু সহ ৩১জন ভিক্ষু শ্রমণ ও এলাকার ব্যাপক বুদ্ধ নর নারী উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.