আগামী ২৬ ডিসেম্বর ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর ১৬তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে ইউপিডিএফসহ সহযোগী সংগঠনের উদ্যোগে সাজেকে সপ্তাহব্যাপী স্বেচ্ছাশ্রম কর্মসূচি গ্রহণ করেছে। ২১ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্ষন্ত এ কর্মসূচি চলবে। মঙ্গলবার গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক শাখা সাধারণ সম্পাদক অনুপম চাকমার পাঠানো এক প্রেস বার্তায় বলা হয়,২০১৪ সালের ২৬ ডিসেম্বর ইউপিডিএফ জন্ম লাভ করে। ইউপিডিএফের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রমশীল কর্মী হোন, জনগণের সাথে কাঁধে কাঁধ মেলান এ শ্লোগানরে ভিত্তিতে পরিচালিত স্বেচ্ছাশ্রম কর্মসূচিতে লাদুমনি বাজার ও উজো বাজারে পাবলিক টয়লেট নির্মাণ, জনগণের চলাচলের সুবিধার্থে হাজাছড়ি-ডানে বাইবাছড়া এলাকায় রাস্তা তৈরি, লাদুমনি বাজার এলাকায় পানি হাউস নির্মাণ ইত্যাদি কাজ হাতে নেওয়া হয়েছে। এতে সংগঠনের নেতা-কর্মী সহ এলাকার জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের ভিত্তিতে স্বেচ্ছাশ্রম কর্মসূচি পালিত হবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.