রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের আলিখ্যং এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনসাধারণের জীবনযাএার মান উন্নয়নের লক্ষ্যে ‘আলোকিত’ প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রকল্পের উদ্বোধন ও অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিএইচটিডব্লিউসিএ,ইউএসএআইডি ও ইউএনডিপি এর আর্থিক ও কারিগরি সহায়তায় উন্নয়ন সংস্থা সিআইপিডি (সেন্টার ফর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম এন্ড ডেভলপমেন্ট) এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
বিলাইছড়ি উপজেলা অডিটরিয়মে প্রকল্পের উদ্বোধন ও অবহিতকরণ কর্মশালায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মু.ইকরামুল ইসলাম।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সিআইপিডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা জনলাল চাকমা, টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামা চাকমা, ইউএনডিপি কর্মকর্তা একেএম আজাদ রহমান, ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.এবিএম আলমগীর প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রিজার্ভ ফরেস্ট এলাকার অধিবাসীদের রিজার্ভ ফরেস্ট থেকে নির্ভরশীলতা কমিয়ে জীবিকায়নে দক্ষতা বাড়িয়ে স্বাবলম্বী করাই এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.