কাপ্তাই এলাকায় তুলা চাষে ব্যাপক উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এ সম্ভবনাকে কাজে লাগাতে তথা তুলা উন্নয়ন সম্প্রসারণ করতে কাপ্তাই উপজেলা তুলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে সোমবার চাষীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা পরেশ চন্দ্র চাকমা। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা। বক্তব্যে রাখেন উপজেলা কটন ইউনিট কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, স্থানীয় ইউপি সদস্য শ্যামল তনচংগ্যা প্রমুখ।
প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষনার্থীকে তুলা চাষ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের ওয়াগ্গা এলাকার তুলার প্রদর্শনী প্লটে হাতে কলমেও প্রশিক্ষণ দেয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.