রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় নেরিকা জাতের বীজ ধান ১২০ বিঘা জমিতে চাষ হয়েছে।
বিলাইছড়ি উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবার এই জাতের ধান হেক্টর প্রতি চাউলে উৎপাদন হয়েছে ৩.৩১ মেট্রিক টন। এছাড়া জুমেও এই ধান হেক্টর প্রতি চাউলে উৎপাদন হয়েছে ১.৯৯ মে.টন।
বিলাইছড়ি উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা স্বপন কুমার বড়–য়া বলেন,নেরিকা জাতের এই ধান স্বল্প সময়ে রবি,খরিপ-১ এবং খরিপ-২ তিন মৌসুমে আবাদ করা যায় এবং জুমেও এই ধানের চাষ হয়।
উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিলাইছড়ি উপজেলায় গত এপ্রিল মাসে ১২০ জন চাষীর প্রত্যেককে ১০ কেজি নেরিকা জাতের বীজ ধান,৪০ কেজি সার ও সেচ-আগাছা পরিচর্যার জন্য ৮ শত টাকা কৃষি সহায়তা দেয়া হয়েছিল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.