খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মুনিপুর বনবিহারে দুদিন ব্যাপী দানোত্তম কঠিন চীবর দানোৎসব শুক্রবার সম্পন্ন হয়েছে।
মুনিপুর বনবিহার প্রাঙ্গনে দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে মুনিপুর বনবিহারের অধ্যক্ষ বশিষ্ট মহাস্থবিরের সভাপতিত্বে স্বধর্ম দেশনা দেন বিনয়পুর বনবিহারের অধ্যক্ষ অগ্রজ্যোতি স্থবির, লোগাং বনবিহারের অধ্যক ধর্মত্তর স্থবির, দেবগিরি বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ মঙ্গলদ্বীপ ভিক্ষু, পানছড়ি শান্তিপুর থেকে শ্রীমৎ সুগতকীর্তি ভিক্ষু। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলার কঠিন চীবরদান উদযাপন কমিটির সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক যুগান্তর চাকমা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা ও শিক্ষক ইন্দ্রলাল চাকমা।
দু’দিন ব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানে গেল বৃহস্পতিবার বিকেলে পঞ্চশীল গ্রহণের মধ্যে দিয়ে চীবর বুনন শুরু হয়। সেই কাপড়গুলো দিয়ে তৈরীকৃত চীবরটি শুক্রবার ভিক্ষ-সংঘের উদ্দেশ্য দান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা শতশত নারী-পুরুষ অংশ নেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.