• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    
 
ads

খাগড়াছড়িতে পিসিপি’র ১৫তম জেলা কাউন্সিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2016   Sunday

রোববার খাগড়াছড়িতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার ১৫তম কাউন্সিল সম্পন্ন হয়েছে।

 

পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,খাগড়াছড়ি জেলা সদরে অনুষ্ঠিত কাউন্সিলের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি রতন স্মৃতি চাকমা।

 

বক্তব্য রাখেন ইউপিডিএফ’র কেন্দ্রীয় সদস্য নতুন কুমার চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক পলাশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক মেনাকী চাকমা প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক তপন চাকমা।  অনুষ্ঠান সঞ্চালনা করেন  খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরা। শোক প্রস্তাব পাঠ করেন খাগড়াছড়ি জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহেল চাকমা।

 

অধিবেশনের শুরুতে গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের  প্রতি গভীর সম্মান, শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় আন্দোলন করতে গিয়ে পঙ্গুত্ব বরণকারীদের প্রতিও সম্মান জানানো হয়।

 

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সোনায়ন চাকমাকে সভাপতি, অমল ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও রুপেশ চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করা হয়।

 

পুরাতন কমিটিকে বিলুপ্তি ঘোষণা ও নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান ১৪তম খাগড়াছড়ি জেলা শাখার বিদায়ী কমিটির সভাপতি রতন স্মৃতি চাকমা।

 

কাউন্সিল অধিবেশনে ইউপিডিএফ নেতা নতুন কুমার চাকমা তার বক্তব্যে বলেন, “পিসিপি মানেই আন্দোলন সংগ্রাম, জাতির ভবিষ্যৎ। পিসিপি ছাড়া অধিকারের কথা চিন্তা করা যায় না।” বর্তমান শাসকগোষ্ঠীর পরিচালিত শিক্ষা ব্যবস্থায় ছাত্ররা আত্মকেন্দ্রিকভাবে গড়ে উঠে এবং মুষ্টিমেয় সংখ্যক সুবিধা ভোগ করে। বাকিরা বঞ্চিত হয়, বেকার থাকে। ছাত্ররা আন্দোলনমুখী, সংস্কৃতিবান না হলে দেশ, সমাজ ও জাতিকে অগ্রসর করা সম্ভব নয়। আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে বাঁচতে চাইলে আত্মকেন্দ্রিকতা পরিহার করে পূর্ণস্বায়ত্তশাসনের সংগ্রামে অংশগ্রহণ করতে হবে।

 

বিপুল চাকমা বলেন, রাষ্ট্রযন্ত্র পাহাড়ে ভূমি বেদখল, নারী ও সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্র চালাচ্ছে। পর্যটনের প্রতি  আকৃষ্ট হলে তরুণরা সংগ্রাম বিমুখ হবে, অসামাজিক কার্যকলাপ বাড়বে। থাইল্যান্ডের পর্যটন শিল্পকে কেন্দ্র করে ব্যাপক সামাজিক অবক্ষয় তার একটি অন্যতম উদাহরণ।

 

তিনি আরো বলেন, বাণিজ্যিক শিক্ষাব্যবস্থা ছাত্রদের সংগ্রামী হতে শেখায় না। শেখায় আপনি বাঁচলে বাপের নাম টাইপের সংস্কৃতি। প্রতিষ্ঠান হিসেবে খাগড়াছড়ি ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ অন্যতম উদাহরণ। তিনি পার্বত্য চট্টগ্রামের ছাত্রসমাজকে সংকীর্ণ জাতীয়তাবাদের গ-ি থেকে বের হয়ে বৃহত্তর পরিসরে সংগ্রাম করার আহ্বান জানান।

 

রতনস্মৃতি চাকমা বলেন, শোষণ-নিপীড়নের বিরুদ্ধে পিসিপি’র রাজনৈতিক লড়াই সংগ্রামের ঐতিহ্য রয়েছে। পিসিপি রাজনৈতিক অধিকারের পাশাপাশি শিক্ষার আন্দোলনে সোচ্চার রয়েছে।

 

বক্তারা অবিলম্বে জেলা পরিষদে শিক্ষক নিয়োগে দূর্নীতি বন্ধ, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ১১ দফা নির্দেশনা বাতিল, উন্নয়নের নামে পর্যটন-সেনা স্থাপনা নির্মাণ বন্ধসহ মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ