বুধবার জুরাছড়ি উপজেলায় দরিদ্র পরিবারের মাঝে মুরগি ও উন্নত ফলজ চারা বিতরণ করা হয়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে হিলেহিলির কার্যলয়ের মাঠ প্রঙ্গনে পাহাড় প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা। এ সময় জুরাছড়ি ইউপি চেয়ারম্যান শেফালী দেওয়ান, সমাজ সেবা কর্মকর্তা বিজয় গিরি চাকমা, সিআইপিডির মাঠ সংগঠক ভুবতি রঞ্জন চাকমা, হিলেহিলির পাহাড় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিশর চাকমা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, পার্বত্য এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের আত্ম-সামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা গুলো কাজ করে যাচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে বেসরকারী উন্নয়ন সংস্থাদের এগিয়ে আসতে হবে।
তিনি সামাজিক উন্নয়নে বেকার যুব সমাজকে আত্ম-নির্ভর শীল প্রশিক্ষণ ব্যবস্থার ও এ প্রকল্পের কাজ চার ইউনিয়নে (জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা) প্রসার করার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.