• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ডাকসু নবনির্বাচিত জিএস ফরহাদ রাঙামাটিরই আলোকিত সন্তান                    ভিপি সাদিক খাগড়াছড়িতে বেড়ে উঠা এক আলোকিত তরুন                    রাবিপ্রবিতে ষ্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়থ বিষয়ক সেমিনার                    আশিকা দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা                    রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম                    পাহাড়ে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্র সংরক্ষনে ১২ কোটি টাকার প্রকল্প গ্রহন                    বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ                    রাঙামাটিতে কলা গাছের আঁশের স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও উদ্বোধন                    রাঙামাটিতে পুষ্টি পরিষেবার ঘাটতি পূরণে জন্য স্থানীয় লাইন বিভাগের সাথে সভা                    রাঙামাটিতে দুই বান্ধবীর একসাথে বিষপানে একজনের মৃত্যু,আরেকজন গুরুত্বর অসুস্থ                    রাঙামাটিতে সেনা অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার                    রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    ভ্যান্ডর তালিকাভুক্তিকরণ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে পিসিপি’র ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর জনসমাবেশে
পার্বত্য চট্টগ্রামে উপনেবিশক কায়দায় শাসন,শোষন ও নির্যাতন চলছে-সন্তু লারমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2016   Friday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা অভিযোগ করে বলেছেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুম্ম জনগোষ্ঠীদের উপর উপনেবিশক কায়দায় শাসন, শোষন ও নির্যাতন অব্যাহতভাবে চলছে। 

 

আদিবাসী জুম্ম জনগোষ্ঠীদের অস্তিত্ব বিলুপ্ত ঘটাতে এবং আদিবাসী জুম্ম জনগোষ্ঠীদের সংখ্যলঘুতে পরিনত করতে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে খেতে খাওয়া মানুষদের নিয়ে এসে এবং প্রতিবেশী দেশ মিনায়নমার থেকে রোহিংঙ্গাদের পার্বত্য চট্টগ্রামে অনুপ্রবেশ ঘটিয়ে ইসলামী সম্প্রসারনবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র করা হচ্ছে।


রাঙামাটি ইউপি নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দলের নানান টালবাহান চালাচ্ছে দাবী করে সন্তু লারমা আরো বলেন, আজকে(শুক্রবার) সিইসি রাঙামাটি জেলায় ইউপি নির্বাচনে আইন-শৃংখলা বিষয়ে এবং আইন-শৃংখলার সাথে যুক্তদের সাথে কথা বলতে রাঙামাটিতে আসছেন। অথচ তিনি এই ইউপি নির্বাচন নিয়ে কোথাও যান। আমরা জানি না তার আসার উদ্দেশ্যটা কি? ইউপি নির্বাচন নিয়ে বান্দরবান ও খাগড়াছড়ির জেলার মত কোন ধরনের দুরবিসন্ধিমূলক সিদ্ধান্ত নিতে আসছেন কিনা? তাই এখানকার পাহাড়ের সাধারন মানুষ সুষ্ঠ নির্বাচন নিয়ে শংকিত।


গত ইউপি নির্বাচনে বান্দরবানে নকল ব্যালট পেপার ছাপিয়ে সিল মেরে,ভোট ডাকাতি ও কারচুপির মাধ্যমে আওয়ামীলীগ প্রার্থীকে বিজয়ী করা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, বান্দরবান ও খাগড়াছড়ির মত আগামী ৪ জুন রাঙামাটির ইউপি নির্বাচনে অভিনব কায়দায় ভোট জালিয়াতি, ভোট ডাকাতি ও কারচুপি করা হলে রাঙামাটির জনগন তার বরদাস্ত করবে না, জনগণ তা কিছুতেই মেনে নেবে না।


শুক্রবার রাঙামাটিতে পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২১ তম কাউন্সিলের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।


রাঙামাটি জিমনেসিয়াম চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপি’র সভাপতি বাচ্চু চাকমা। এতে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ উষাতন তলুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মহিউদ্দীন মঈন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি শিমুল কান্তি বৈষনব,বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যবামং মারমা।

 

অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা উদয়ন ত্রিপুরা হিল ইউমেন্স ফেডারেশনের নেত্রী রিমিতা চাকমা ও সিসিপির সাধারন সম্পাদক উবাসই মারমা। অনুষ্ঠানে রণসংগীত পরিবেশন করেন গিরিসুর শিল্পীগোষ্ঠী শিল্পীরা। আলোচনা সভা শেষে শহরে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জিমনেসিয়াম চত্বর থেকে শুরু করে বনরুপা ঘুরে গিয়ে জিসনেসিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।


এর আগে জাতীয় পাতাকা ও বেলনু উড়িয়ে পাহাড়ী ছাত্র পরিষদের দুদিন ব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী উদ্ধোধন করেন সন্তু লারমা।


সন্তু তার বক্তব্যে শাসক গোষ্ঠীর উদ্দেশ্য বলেন, সরকার যদি মনে করে থাকে তার কাছে অনেক শক্তি বেড়ে গেছে,হাজার হাজার মরনাস্ত্র রয়েছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের মানুষ তাদের অধিকারের জন্য সেই মরনাস্ত্র ভয় করে না। তারা তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করছে এবং এ লড়াই চালিয়ে যাচ্ছে।

 

তিনি বলেন, আজকের পার্বত্য চট্টগ্রামের বাস্তবতা হচ্ছে সরকার মুখে বলে থাকে পার্বত্য চুক্তি বাস্তবায়ন এবং জুম্ম জনগনের স্বাধিকারের কথা। কিন্তু তার বাস্তব সত্য হচ্ছে উপনিবেশিক কায়দায় তিন পার্বত্য জেলায় জুম্ম জনগনের অস্তিত্ব ধ্বংসের চেষ্টা চালাচ্ছে।

 

তিনি শাসক গোষ্ঠীকে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, জুম্ম জনগনের অস্তিত্ব ধ্বংসের জন্য যদি পাার্বত্যাঞ্চলে ইসলামী সম্প্রসারণবাদ প্রতিষ্ঠা করতে চায় তাহলে নির্দ্বিধায় বলা যায় পাহাড়ের মানুষ ঘুমিয়ে নেই। তারা তাদের অধিকার প্রতিষ্ঠা জন্য যে কোন সংগ্রামে চাপিয়ে পড়তে প্রস্তুুত রয়েছে।


সন্তু আরো বলেন, তিন পার্বত্য জেলা পরিষদের পরিষদের ৪৮ জন চেয়ারম্যান ও মেম্বাররা সেই উপনেবিশক শাসকগোষ্ঠীদের সাথে আতাত করে আজকে পার্বত্য চুক্তি বাস্তবায়নের উদ্যোগকে তারা নিরন্তর ষড়যন্ত্র করে চলেছেন। তিনি ছাত্র ও সমাজকে এসব স্বজাতি গোষ্ঠীদের মধ্যে যারা পার্বত্য চুক্তি ধ্বংস করতে চাই এবং পার্বত্য চুক্তি বাস্তবায়নের উদ্যোগকে রুদ্ধ  করতে কাজ করছে তাদের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার জন্য আহ্বান জানান।


তিনি ছাত্র ও যুব সমাজকে আদিবাসী জুম্ম জনগনের স্বার্থ ও অস্তিত্ব রক্ষা, শাসনতান্ত্রিক আংশিদারিত্ব প্রতিষ্ঠা পেতে, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ভূমি অধিকার সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে আন্দোলন সংগ্রামে জোরালোভাবে অংশ গ্রহনের আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ