বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিলের উদ্যোগে উদ্যোক্তা ও আয় বর্ধন মূলক কর্মসূচী ব্যবস্থাপন ও বাস্তবায়নের উপর মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল এর স্পীড প্রকল্পের আয়োজিত কর্মশালার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিতেন কুমার সেন। গ্রীন হিল এর স্পীড প্রকল্পের উপজেলা প্রকল্প কর্মকর্তা বিকাশ চাকমার ধারা সঞ্চলনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রীতি বিন্দু চাকমা। প্রশিক্ষণে গ্রীন হিলের পরিচালিত ৫টি প্রাথমিক বিদ্যালয়ের মা দলের সদস্যরা অংশ নেন।উল্লেখ্য মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল এর স্পীড প্রকল্পের আওতায় ২০০৯-২০১০ সালে এ সব প্রাইমারি স্কুল মা দল গুলোকে ৫০ হাজার টাকা করে বিতরণ করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনার লক্ষ্যে এ সব টাকা দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিতেন কুমার সেন বলেন, সরকারী পাশাপাশি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়গুলো পাহাড়ে শিক্ষার আলো ছড়াচ্ছে। বেসরকারী সংস্থারা পাহাড়ে বিদ্যালয় স্থাপনে সুবিধা বঞ্জিত জনগোষ্ঠি শিশুদের শিক্ষার সুযোগ করে দিয়েছে। তিনি আও বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে ডিজিটেল পদ্ধতিতে শিক্ষা পাঠদানসহ বিভিন্ন পাঠক্রম নিশ্চিত করতে ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছেন । তাছাড়া শিক্ষা উপ-বৃত্তি কর্মসূচী বাস্তাবায়ন করা হচ্ছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.