সোমবার থেকে কাউখালী উপজেলায় অনলাইনে আয় বিষয়ক পাঁচ দিনব্যাপী বিনামূল্য প্রশিন কোর্স শুরু হচ্ছে। এ প্রশিন কোর্সে এ্যাডভান্স আইটি(Advanced it), ওয়েব ও গ্রাফিক্স ডিজাইন(Web and Graphic Design) -এর প্রশিক্ষণ দেয়া হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে কাউখালী উপঝেরা প্রশাসনের সহায়তায় উক্ত প্রশিক্ষণে অংশ গ্রহণে ইচ্ছুক ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, ব্যক্তিগতসহ অন্যান্য পেশার লোকজনরা রেজিষ্ট্রেশন এবং পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হতে হবেন। নির্বাচিত প্রশিণার্ক্ষীদের নিজস্ব ল্যাপটপ, মডেম, মাউস, পাসপোর্ট সাইজের ছবির সফট কপি এবং ভোটার আইডি/পাসপোর্ট/যে কোন আইডি কার্ড সঙ্গে আনতে হবে। তবে আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহী প্রার্থীদের দ্রুত রেজিষ্ট্রেশনের জন্য অনুরোধ করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।
এ বিষয়ে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে লার্নিং এন্ড আর্নিং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়,মোবাইল–০১৭৩২-৬০২৫০৯,০১৭৭৭-৭৩৮৭৭৫, ০২-৮৯৯১৬০৪, www.cenrenicit.com। অথবা কাউখালী উপজেলা প্রশাসন,রাঙামাটি পার্বত্য জেলা।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.