• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে পরিকল্পিত বনায়ন কার্যক্রমের উদ্বোধন                    রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা                    খাগড়াছড়িতে বীর শহীদদের প্রতি আরাফাত রহমান কোকোর ক্রীড়া পরিষদের শ্রদ্ধাঞ্জলী                    সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের গ্রেড উন্নীতকরণের দাবীতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি                    পাহাড়ে খড়ের পরিবর্তে শুকনা কলা পাতায় মাশরুম চাষে সাফল্য                    লংগদুতে গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবক আটক                    পাহাড়ে হাতি ও মানুষরে দ্বন্দ্ব কমছে                    রাঙামাটিতে ৮৫ হাজার ৮৬০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে                    শিশুর যৌন নির্যাতনকারী দাদুকে আটক করেছে পুলিশ                    
 
ads

জুরাছড়িতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যুঃ ১০ শিশুসহ ৫০ জন আক্রান্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Feb 2016   Saturday

রাঙামাটির জুরাছড়ি উপজেলার প্রত্যান্ত দুমদুম্যা ইউনিয়নে গত কয়েক দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১ বছরের এক শিশুর মৃত্যু এবং ৫০ পরিবারে ৪০ শিশু, ১০ জন পূর্ন বয়স্ক লোক আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। 

 

স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানান, গত কয়েক দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্ঠি হয়। এতে বৃষ্টিপাতের কারণে ইউনিয়নের বরকলক, বামে সুবলং, স্কুল পাড়া, কান্দিরা বাপ ছড়া, গাছতলী পাড়াসহ কয়েকটি পার্শ্ববর্তী গ্রামে শিশুসহ বয়স্ক লোকজনের ডায়রিয়া অক্রান্ত হয়। তবে কিছু কিছু শিশুকে প্রাথমিক চিকিৎসায় ভাল হলেও ডায়রিয়ার আক্রান্তের প্রবণতা পেতে থাকে। শুক্রবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুমদুম্যা ইউনিয়নের বরকলক গ্রামের মধুরঞ্জন চাকমার শিশু কন্যা প্রমিতা চাকমা মারা যায়। গত শনিবার পর্যন্ত ৫০ পরিবারে ৪০ জন শিশু ও ১০ জন বয়স্ক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।


ডায়রিয়ার আক্রান্ত শিশুদের অবিভাবক দেবজিৎ চাকমা, কালা চিত্তি চাকমা, দয়েল বিকাশ চাকমা সুধাকর চাকমা জানান, স্থানীয় বেসরকারী স্বাস্থ্য কর্মীদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরার্মশ দিয়েছেন।


২নং স্থানীয় ওয়ার্ড মেম্বর অনিল বরণ চাকমা জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মধুরঞ্জন চাকমার কন্যা শিশু প্রমিতা চাকমা শুক্রবার সন্ধ্যায় মারা গেছে। ক্রমান্বয়ে এ ডায়রিয়া প্রকোপ এলাকা জুড়ে বৃদ্ধি পাচ্ছে বলে তিনি দাবী করেন।


দুমদুম্যা ইউপি চেয়ারম্যান তরুন মনি চাকমা জানান, ইউনিয়নের ১ এবং ২ নং ওয়াডে এ ডায়রিয়ায় আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগীতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ তহিন বড়–য়া তমাল বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের পর্যাপ্ত ঔষধ সংরক্ষণ রয়েছে। কর্তৃপক্ষের নিদের্শ পাওয়া গেলে মেডিক্যাল টিম ডায়রিয়ায় আক্রান্ত প্রবনত এলাকায় যেতে প্রস্তুত রয়েছে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা জানান, ঘটনাটি শুনেছি। ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য ডায়রিয়ায় আক্রান্ত প্রবন এলাকায় বেসরকারী ব্র্যাক ও স্বাস্থ্য বিভাগের কর্মী পাঠানো হয়েছে। তারা বিষয়টি নিশ্চিত করলে উচ্চ পর্যায়ের মেডিকেল টিম পাঠানো হবে।


উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা ডায়রিয়ায় আক্রান্ত শিশু মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, ডায়রিয়া প্রবনত এলাকাগুলোতে নিয়ন্ত্রনে আনতে উচ্চ পর্যায়ে মেডিক্যাল টিম পাটানোর জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। তবে দ্রুত মেডিক্যান টিম পাঠানো হবে কর্তৃপক্ষ তাকে জানিয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ