বৃহস্পতিবার খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের(কেইউজে) নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।জেলা প্রশাসক মোঃ মাসুদ করিম বলেছেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন দেশ ও জাতির কল্যাণে দূরদর্শী ভূমিকা রাখতে পারে। পেশায় নিবেদিত সাংবাদিকরা সমাজ থেকে অপরাধমুলক কর্মকান্ড রোধ করে উন্নত মুল্যবোধের জন্ম দেন। পাহাড়ের উন্নয়ন-অগ্রগতিতে সাংবাদিক এবং গণ-মাধ্যমের ভূমিকা দেশে-বিদেশে পার্বত্য চট্টগ্রামকে আলোকিত করে চলেছে।খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ জেলা প্রশাসন কার্যালয়ে গেলে জেলা প্রশাসক মোঃ মাসুদ করিম’র হাতে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান। সাক্ষাতকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশনের খাগড়াছড়ি প্রতিনিধি সাংবাদিক কানন আচার্য, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি রিপন সরকার, দেশ টিভি ও ভোরের কাগজ প্রতিনিধি মংসাপ্রু মারমা, দৈনিক সকালের খবর খাগড়াছড়ি প্রতিনিধি রূপায়ন তালুকদার, দৈনিক যোগাযোগ প্রতিদিন প্রতিনিধি বিপ্লব তালুকদার ও ফোকাস বাংলা প্রতিনিধি শংকর চৌধুরী উপস্থিত ছিলেন।এসময় উপস্থিত সাংবাদিকরা সংগঠন ও সংবাদ পরিবেশনের বিষয়ে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্টতার বিষয় তুলে ধরে পেশাগত কাজে প্রশাসনের সহায়তা কামনা করেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.