খাগড়াছড়ির পানছড়ি উপজলায় মঙ্গলবার আবদুল মতিন শেখ (৬৫) নামের এক দন্ত চিকিৎসক গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন। তার পিতার নাম মৃত মইজ উদ্দিন শেখ। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মান্ডা গ্রামের সাবেক বাসিন্দা হলেও দীর্ঘ বছর যাবৎ পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির মোল্লাপাড়া গ্রামে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন।
আবদুল মতির শেখের পড়–য়া ছেলে কামরুজ্জামান হৃদয় জানান, প্রতিদিনের ন্যায় তারা সোমবার রাত আনুমানিক ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকাল ৭টার দিকে তার ছোট বোন থেকে উঠে সজোরে চিৎকার দিলে তারা সবাই ঘুম থেকে জেগে উঠে দেখেন ঘরের ভেতর তার বাবা ঘরের একটি গাছের সাথে রশিতে ঝুলে রয়েছেন। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। পুলিশকে খবর দেয়ার পর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো: আ: জব্বার জানান, এ ব্যাপারে পানছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। যার মামলা নং- ১০/১৫।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.