মঙ্গলবার সন্ধ্যায় শহরের বনরুপা এলাকায় সিএনজি অটোরিক্সা চালকের হাতে দৈনিক সংবাদের পার্বত্যাঞ্চল প্রতিনিধি,হিলবিডিটোয়েন্টিফোর ডটকম-এর উপদেষ্টা সম্পাদক ও রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে অপদস্থ হয়েছেন। এসময় সিএনজি চালকরা তাকে দেখে নেয়ার হুমকি দেয় বলে অভিযোগ। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এদিকে, রাঙামাটি শহরের সিএনজি অটোরিক্সা চালকদের হাতে জিম্মি সাধারন যাত্রীরা। জেলা প্রশাসনের নির্ধারন করে দেয়া তালিকা অনুযায়ী ভাড়া না নিয়ে চালকরা ইচ্ছামত ভাড়া আদায় ও যাত্রীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে ভাড়া নিয়ে প্রায়ই সময় যাত্রীদের সাথে অনাকাংখিত ঘটনা ঘটছে।
জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে শহরের বনরুপার পেট্রোল পাম্প চত্বর থেকে সস্ত্রীক নিজ বাসা রিজার্ভ বাজারে যাওয়ার জন্য সিএনজি অটোরিক্সায় উঠেন প্রবীন সাংবাদিক ও রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে। এতে টেক্সি চালক আবু তালেব বেশী ভাড়ার লোভে তাদের নামিয়ে দিয়ে অন্যযাত্রীকে তুললে তিনি আপত্তি জানান। এ সময় চালক তাকে অপদস্থ করে ও অশ্রাব্য ভাষায় গালিগালাস করে। শুধু তাই নয় এসময় আশেপাশে থাকা টেক্সি চালক সমিতির যুগ্ন সম্পাদক হেলাল উদ্দীনের নেতৃত্বে একদল টেক্সিচালক এগিয়ে গিয়ে তাকে মারধরের চেষ্টা চালায় এবং দেখে নেয়ার হুমকি দেয়। খবর কর্মরত সাংবাদিকরা ঘটনাস্থলে ছূটে আসেন। পরে আশেপাশের দোকানীরা ও স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। ততক্ষনে শত শত মানুষের জড়ো হয়। এ ঘটনায় সাংবাদিক সুনীল কান্তি দে মঙ্গলবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে কতোয়ালী থানায় সাধারন ডায়েরী করেছেন। রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা এ ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েন এবং তাক্ষনিকভাবে মিটিং করে অনাকাংখিত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবী জানান।
এদিকে, বুধবার এ অনাকাংখিত ঘটনার সাথে জড়িত সিএনজি অটোরিক্সা চালকদের বিরুদ্ধে শাস্তি এবং অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের সাথে খারাপ ব্যবহার বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা জেলা প্রশাসক সামসুল আরেফিনের সাথে তার কক্ষে সাক্ষাত করেছেন। এসময় জেলা প্রশাসক সিএনজি অটোরিক্সায় অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সাথে দুর্ব্যবহার এবং প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে-কে অপদস্থ করার বিষয়টি খতিয়ে দেখবেন আশ্বস্ত করেন।
এদিকে, ভূক্তভোগী যাত্রীরা অভিযোগ করেছেন, রাঙামাটি শহরে একমাত্র বাহন হিসেবে সিএনজি অটোরিকশা চলাচল করায় জিম্মি হয়ে পড়েছেন রাঙামাটি শহরবাসী। জেলা প্রশাসনের নির্ধারণ করে দেয়া ভাড়াকে অগ্রাহ্য করে সিএনজি চালকরা নিজেদের ইচ্ছামাফিক যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে। এর প্রতিবাদ করতে গেলে যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করছে। এমন কি ভাড়া নিয়ে চালকদের সাথে যাত্রীদের মধ্যে প্রতিনিয়ত বচসার ঘটনাসহ নানান অনাকাংখিত ঘটনা ঘটছে।
একটি সূত্র জানায়, রাঙামাটি শহরে এক হাজারের অধিক সিএনজি অটোরিক্সার চলাচল রয়েছে। এর মধ্যে প্রায় ৭শ এর মধ্যে সিএনজি অটোরিক্সার রেজিষ্ট্রেশন থাকলেও বাকীগুলো রেজিষ্ট্রেশনবিহীন অবস্থায় চলাচল করছে। এসব রেজিষ্ট্রেনবিহীন সিএনজি অটোরিক্সা ও লাইন্সেবিহীন চালকদের ধরতে প্রশাসনের পক্ষে থেকে এ পর্ষন্ত কোন কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।
এ ব্যাপারে সিএনসি অটোরিক্সা মালিক সমিতির সাধারন সম্পাদক শহীদুজ্জামান মহসীন রোমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে-কে অপদস্থ করার ঘটনায় সিএনজি চালক আবু তালেব ও সংগঠনের যুগ্ন সম্পাদক হেলাল উদ্দীনের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া যাত্রীদের সাথে দুর্ব্যব্যহার ও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগের বিষয়ে খোজঁ-খবর নেয়ার পর সুরাহা করা হবে। এ জন্য শহরবাসীর সবার সহযোগীতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.