• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু                    কাউখালী বেতবুিনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত                    রাঙামাটি রাজ বন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন                    রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু                    বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী শুরু হচ্ছে রাজ বনবিহারে ৪৯তম কঠিন চীবর দান                    রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম হরিণায় বিজিবির মানবিক সহায়তা                    বিলাইছড়িতে প্রকল্প পরিদর্শনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক                    বিলাইছড়িতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ডিপিও                    বিলাইছড়িতে ২২ লিটার মদসহ আটক ১                    কাপ্তাই হ্রদ খননে পরিকল্পনা নেওয়া হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা                    রাঙামাটির বিএফডিসির বেহাল অবস্থায় দেখে হতাশা প্রকাশ মৎস্য উপদেষ্টার                    জুরাছড়ির ধামাইপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন                    কাউখালীতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় নিহত ১: আহত ১                    
 
ads

রাঙামাটিতে কালো পাতাকা মিছিল ও স্মারকলিপি প্রদান
রক্ত দিয়ে হলেও আন্দোলনের মাধ্যমে পার্বত্য চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়ন করতে হবে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2015   Tuesday

চলমান অসহযোগ আন্দোলনের  কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্য চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবীতে এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপনে ও নারী নির্যাতনের প্রতিবাদে কালো পতাকা মিছিল ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সমাবশে নেতৃবৃন্দ অভিযোগ করেন বলেন,পার্বত্য চুক্তি স্বাক্ষরের ১৮ বছরেও চুক্তির যথাযথ বাস্তবায়ন না করে সরকার চুক্তি বাস্তবায়নে গড়িমসি, কালক্ষেপন ও প্রতারনা করে চলেছে। পার্বত্য চট্টগ্রামে মানুষের উন্নয়নের নামে চুক্তি বিরোধী কার্যকলাপসহ নানান ষড়যন্ত্র চালানো হচ্ছে। পার্বত্য চুক্তিবাস্তবায়িত না হওয়া পর্ষন্ত রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয় স্থাপনের কার্যক্রম স্থগিত রাখার গণদাবীকে পদলিত ও প্রবল বিরোধীতা সত্বেও সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে ও ষড়যন্ত্রমূলকভাবে জুম্ম জনগণের উপর এক তরফাভাবে চাপিয়ে দিতে চাইছে। পাশাপশি পূর্বের ন্যায় এ অঞ্চলে দিন দিন উদ্বেগজনকভাবে জুম্ম নারীদের উপর সহিংসতার মাত্রা বৃদ্ধি পেয়েছে।

নেতৃবৃন্দ বলেন, চলমান অসহযোগ আন্দোলনের মাধ্যমেও যদি সরকার  অসংখ্য মা-বোনের ইজ্জত ও বহু মানুষের রক্তের বিনিময়ে স্বাক্ষরিত হওয়া এবং জুম্ম জনগণসহ স্থায়ী অধিবাসীদের অধিকারের সনদ পার্বত্য চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নে এগিয়ে না আসে এ আন্দোলনের মাত্রা তীব্র হতে তীব্রতর করা হবে। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও আন্দোলনের মাধ্যমে পার্বত্য চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়ন করতে হবে। আর এ জন্য কোন সংকট সৃষ্টি হলে তার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন।
জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন জেলা কমিটির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সহ-সভাপতি সোনারানী চাকমা। বক্তব্যে দেন পার্বত্য চট্টগ্রাম জনংহতি সমিতির নেতা সজীব চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মহিলা বিষয়ক সম্পাদক কল্পনা চাকমা, পার্বত্য মহিলা সমিতির জেলা শাখার সভাপতি সুপ্রভা চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারন সম্পাদক টোয়েন চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের সাধার সম্পাদক জুয়েল চাকমা। স্বাগত বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনরে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চন্দ্রা ত্রিপুরা। সমাবেশে স্মারকলিপি পাঠ করে শোনান পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি জেলা কমিটির সাধারণ সম্পাদক জোনাকী চাকমা। সমাবেশ শেষে অতিরিক্ত জেলা প্রশাসকের(সার্বিক) মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারলিপি প্রদান করা হয়।

এর আগে একটি কালো পতাকা মিছিল কালিন্দীপুরস্থ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যালয় থেকে শুরু করে বনরুপা ঘুরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশ করা হয়।

নেতৃবৃন্দ বলেন, বাঙালি জনগোষ্ঠী ছাড়াও দেশের সমতলের আদিবাসী জাতিগোষ্ঠী ও পার্বত্য চট্টগ্রামে যে জুম্ম জাতিগোষ্ঠী রয়েছে তাদেরকে পেছনে রেখে, তাদের ন্যায্য অধিকারকে উপেক্ষা করে কখনো এ দেশে প্রকৃত শান্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না এবং এ দেশকে একটি অসাম্প্রদায়িক ও মধ্য আয়ের বা উন্নত দেশে পরিণত করা যাবে না।

সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, একদিকে সরকার চুক্তির মৌলিক বিষয়সমূহ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করছে না, চুক্তি অনুযায়ী ভূমি বিরোধ নিষ্পত্তি করছে না, অথচ বিজিবি ক্যাম্প, পর্যটন কেন্দ্র স্থাপনসহ বিভিন্ন উন্নয়নের নামে জুম্মদের ভূমি বেদখল করছে। অপরদিকে পার্বত্য চট্টগ্রামের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার হালকে বেহাল অবস্থায় রেখেছে এমনি বাস্তবতায় সরকার জোর করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও ষড়যন্ত্রমূলকভাবে জুম্ম জনগণের উপর রাঙ্গামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্প চাপিয়ে দিতে চাইছে। 

নেতৃবৃন্দ পার্বত্য জেলা পরিষদের জ্বালা পরিষদ উল্লেখ করে বলেন, পার্বত্য জেলা পরিষদের নির্বাচন না করে উল্টো আইন সংশোধন করে অন্তর্বতী পরিষদের সদস্য সংখ্যা পাঁচ থেকে পনের সদস্যে উন্নীত করে অনির্বাচিত আর্ন্তবর্তীকালীন পরিষদ দিয়ে তিন পার্বত্য জেলা পরিষদ অগণতান্ত্রিকভাবে পরিচালনা প্রক্রিয়াকে আরও পাকাপোক্ত করেছে এবং জেলা পরিষদগুলোকে দুর্নীতির আরও লামাহীন করে তুলেছে। সম্প্রতি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে একজন শিক্ষক থেকে ৫ থেকে ৬ লাখ পর্ষন্ত ঘুষ নিয়ে চাকুরি নেয়া দেয়া হয়েছে। জনগণের উন্নয়নের তো দূরের কথা তারা নিজেদের স্বার্থহাসিল ও সরকারের লেজুর বৃত্তি করে চলেছে।

সমাবেশ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হল,অনতিবিলম্বে ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ১৩-দফা সংশোধনী প্রস্তাব অনুযায়ী ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১ সংশোধনের উদ্যোগ গ্রহণ,অবিলম্বে রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম স্থগিত করা, জুম্ম নারীর উপর সহিংসতা সংক্রান্ত মামলাসমূহ দ্রুত নিষ্পত্তিসহ দোষীদের শাস্তি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারসমূহের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ