কর্ণফুলী নদীর কাপ্তাই খাল মুখ এলাকায় শীলা জয়ী মারমা (৪০) নামক এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সকালে। তার বাড়ী চন্দ্রঘোনা থানাধীন পানছড়ি পাড়া এলাকায়।
পুলিশ জানায়, গত সোমবার কোন এক সময় পায়ে হেটে কাপ্তাই খাল পার হওয়ার সময় পানির ¯্রােতে শীলা জয়ী মারমা তলিয়ে যায়। অনেক খোজাখুজি করেও শীলা জয়ী মারমাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে সময় কাপ্তাই খাল মুখ এলাকায় শীলা জয়ী মারমার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার মর্গে পাঠিয়েছে। এব্যাপারে চন্দ্রঘোনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.