শনিবার রাঙামাটিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) এর সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি(সনাক) রাঙামাটি শাখার সাথে স্থানীয় গনমাধ্যম কর্মীদের মধ্যে সমন্বয় সভায় আয়োজন করা হয়।
অবাধ তথ্য ও সঠিক তথ্য প্রবাহ জবাব দিহিতার পথ খুলে দেয় শ্লোগানে স্থানীয় রেষ্টুরেন্টে আয়োজিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সনাক রাঙামাটি শাখার সভাপতি চাদ রায়। এসময় অতিথি ছিলেন দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহম্মেদ, দৈনিক সংবাদের পার্বত্যাঞ্চল প্রতিনিধি সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ারুল হক, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদি ফোরামের সহ-সভাপতি মনসুর আহম্মেদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিল্টন বড়ুয়া। বক্তব্যে দেন সনাক সদস্য অমলেন্দু হাওয়লাদার, এঞ্জেলা দেওয়ান ও ইয়েস কমিটির সদস্য সুশীল চাকমা।
অনুষ্ঠানে টিআইবি-সনাক রাঙামাটিতে স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার এবং দুর্নীতি বিরুদ্ধে আইনী সহায়তা ও তথ্য পরামর্শ ডেস্ক অ্যাডভোকেসি অ্যান্ড লিগাল অ্যাডভাইজ সেন্টার(অ্যালাক) কর্মকান্ড নিয়ে গনমাধ্যমকর্মীদের কাছে তুলে ধরেন টিআইবি’র রাঙামাটির ব্যবস্থাপক মাসুদুল আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবির রাঙামাটির সহকারী ব্যবস্থাপক ওয়াসিমুর রহমান সায়েম। অনুষ্ঠানে রাঙামাটি জেলায় কর্মরত বিভিন্ন প্রিণ্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন নিউজ পেপারের প্রায় ৪০ জন গনমাধ্যম কর্মী অংশ নেন।
অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় গণমাধ্যকর্মীরা সনাকের কাছে বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ প্রদান করে বলেন, রাঙামাটিতে বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে টিআইবি-সনাক-কে আরও অধিকতর সোচ্ছার হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধুমাত্র কাগজে-কমলমে বা মিটিং-সমাবেশের মধ্য থাকলেও চলবে না।
গণমাধ্যম কর্মীরা আরও বলেন, সম্প্রতি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে শিক্ষক নিয়োগ বানিজ্যে হয়েছে তার বিরুদ্ধে সনাক গুরুত্বপুর্ণ ভূমিকা রাখতে পারে এবং এর বিরুদ্ধে রাঙামাটিতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারে। এ আন্দোলনে সংবাদ মাধ্যম কর্মীরা সবসময় পাশে থাকবে। সংবাদ মাধ্যম কর্মীরা টিআইবি-সনাক রাঙামাটিতে বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি বিষয় নিয়ে তথ্য সরবরাহের জন্য অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.