বান্দরবানের লামা উপজেলা সদর ইউনিয়নের বৈল্ল্যারচর এলাকায় এক প্রতারক বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর সম্ভ্রমহানী ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেছে।
কিশোরীর স্বজনরা জানান, একই এলাকার জাফর আলী কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায় সময় বিরক্ত করতো। কিশোরীর অনিচ্ছা থাকা সত্ত্বেও জাফর আলী প্রায়ই তার পেছন পেছন লেগে থাকতো। এক পর্যায়ে জাফর আলী কিশোরীর মনে বিশ্বাস আনার জন্য পবিত্র ধর্ম গ্রন্থ ধরে বিভিন্ন রকম শপথ গ্রহন করে দেখায়। এতে কিশোরীর বিশ্বাস সৃষ্টি হলে প্রেমের প্রস্তাবে রাজি হয়। পরবর্তীতে জাফর কিশোরীর মন আদায়ের পর বিয়ে করার প্রস্তাব নিয়ে উঠে পড়ে। কিশোরীকে বিয়ে করার কথা বলে পরিবারের অগোচরে একবার চকরিয়া ও পরে কক্সবাজার নিয়ে হোটেলে নিয়ে যায় জাফর। অবুঝ কিশোরীকে গর্ভপাত রোধে শরীর ভাল রাখার ঔষধ বলে কয়েকবার জন্ম নিয়ন্ত্রণ পিলও খাওয়ায় জাফর। তবে কিশোরী পরে বুঝতে পারে যে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সম্ভ্রম কেড়ে নিয়ে প্রতারনা করেছে জাফর ও তার বন্ধু নুরুল আলম। তখন লজ্জায় নিরুপায় হয়ে কিশোরীটি আত্মহত্যা করতে গেলে বিষয়টি তার পরিবার জানতে পারে। অসহায় দরীদ্র কিশোরীর পরিবার লজ্জা ও ভয়ে স্থানীয়ভাবে আপোষ নিষ্পত্তি করতে গেলে জাফরের বাবা তার ছেলেকে অন্যত্র পাঠিয়ে দিয়ে কিশোরী পরিবারকে প্রাণনাশসহ বিভিন্ন হুমকি দিতে থাকে। এতে কিশোরীর পরিবার নিরুপায় হয়ে ২৩ আগষ্ট লামা থানায় মামলা করেন। তবে মামলার ৫দিন অতিবাহিত হলেও কোন অগ্রগতি না হওয়ার সুযোগ পেয়ে আসামী পক্ষ বাদীকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ।
লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, বিষয়টি জানার সাথে সাথে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় অর্ন্তভুক্ত করা হয়েছে(মামলা নং ০৯/৫৭)। মামলা খবর পেয়ে আসামীরা এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যাওয়ায় আসামী গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.