• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    
 
ads

জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটিতে আওয়ামীলীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2015   Saturday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শনিবার রাঙামাটিতে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। রের জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মতিন, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রফিকুল মাওলা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মাহফুজুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জেবুন্নেসা রহিম, সদর উপজেলঅ আওয়ামীলীগের সাধারন সম্পপাদক সাধন মনি চাকমা, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি  মোঃ মোকতার, জেলা ওলামালীগের সভাপতি ক্বারী মোঃ ওসমান গনি, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোঃ কাজল, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার সুজন প্রমূখ।

সভাপতির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, বাংলাদেশকে নেতৃত্ব শূণ্য করতে ঘাতকেরা ১৫আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে নির্মমভাবে হত্যা করেছিল। তিনি আরও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশকে নতুনভাবে দাঁড় করানোর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব যখন এদেশের আপামর জনসাধারনকে সঙ্গে নিয়ে কাজ শুরু করলেন ঠিক সে মুহুর্তে দেশ স্বাধীন হওয়ার অল্প সময়ের মধ্যেই ৭৫এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিকল্পিতভাবে স্ব-পরিবারে নির্মমভাবে হত্যা করা হয়।

তিনি, ৭৫”র ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর ষড়যন্ত্রকারীদের  মূখোশ উন্মোচিত হয়। ১৫ আগষ্ট এর পর ঘাতকদের পুরস্কৃত করার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা অবৈধভাবে  দেশের ক্ষমতা দখল করে নেয়। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার  দীর্ঘ সময় ধরে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হয়। ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম চিরতরে মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়। কিন্তু বাংলার জনগন বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে বুকে ধারন করে দীর্ঘ ২১ বছর তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরে আবাও দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, দেশে এখনো স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ৭৫ পরবর্তী ষড়যন্ত্রের ধারাবাহিকতায় এখনো ১৫ আগষ্ট খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের ইন্ধনে ভূয়া জন্মদিন পালন করে। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য তিনি দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা প্রদান করেন।

অপরদিকে,জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসন, কাপ্তাই ও কাউখালী উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহন করেন সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালূকদার। সেখানে তিনি গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ