বান্দরবান পৌর এলাকার লাংগি পাড়া এলাকা থেকে বুধবার পুলিশ গলিত এক আদিবাসী মহিলার লাশ উদ্ধার করেছে। তার নাম এচিং মার্মা প্রকাশ বাচিং(২৮)। এ ঘটনায় ১জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, ১০ জুন তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে তার মমতা বেগমের মালিকানা বাড়ী ভাড়া নেয়। বুধবার সকালে তাদের কোন সাড়া শব্দ না পাওয়ায় বাড়ীর মালিকের লোকজন বাড়ীর জানালা দিয়ে উকি মেরে দেখে খাটে একটি মৃত দেহ পড়ে থাকতে দেখতে পায়। পরো পুলিশকে খবর দেয়ার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান মৃত মহিলার স্বামী চাউচিং মার্মা তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে ধারনা। এ ব্যাপারে মৃত মহিলার স্বামীর এক বন্ধুকে জিঙ্গাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.