কাপ্তাই হ্রদে মাছ ধরা মৌসুমে মাছের উৎপাদন বাড়াতে শনিবার থেকে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তিকরণ কর্মসূচি শুরু হয়েছে। চলতি মৌসুমে কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানে ২৩ মেট্টিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি) রাঙামাটির উদ্যোগে শহরের কাপ্তাই হ্রদের বিএফডিসি ঘাটে পোনা অবমুক্তিকরন কর্মসূচীর উদ্বোধন করেন সংসদ সদস্য ঊষাতন তালুকদার ও সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।
এ সময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান পিউস দি কস্তা , সেনাবাহিনী রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক, জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, বিএফডিসির ম্যানেজার কমান্ডার মাইনুল ইসলাম উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.