খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে বর্নাঢ্য র্যালীবের করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউটে কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। পার্বত্য জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট আশুতোষ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (পার্বত্য চট্টগ্রাম অঞ্চল) এ,কে,এম হারুন-অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্না, পার্বত্য জেলা পরিষদ সদস্য মংশিপ্রু চৌধুরী অপু, নিগার সুলতানা, প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক যুগলপদ দে। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্ধোধন করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মেলার বিভিন্ন ষ্টল গুলি পরিদর্শ করেন।
অপরদিকে এ উপলক্ষে শহরে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে র্যালীর নেতৃত্ব দেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.