খাগড়াছড়ির মানিকছড়ি তিনটহরী বাজার এলাকায় ট্রাক চাপায় মোসাম্মদ সালেহা আক্তার(৩০) নামে এক গৃহবধু নিহত হয়েছে । রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে । পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে । নিহতের লাশ ময়না তদন্তে জন্য সোমবার খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, গৃহবধু মোসাম্মদ সালেহা রোববার সকালে স্বামী ইমরান হোসেনের সাথে দেখা করতে তিনটহরী বাজারে আসেন । রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক(চট্টগ্রাম-ন-৩০৯) মাছ বাজারে ডুকে পড়ে সালেহাকে চাপা দেয় । পরে গুরুতর আহত অবস্থায় সালেহাকে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লে´ের আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন ।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে । এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.