খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ১ নং তাইন্দং ইউনিয়নের সুকুমার কার্বারি পাড়ায় সোমবার ভোরের দিকে দু পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধে উত্তম কুমার ত্রিপুরা (২৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় একটি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে জেলার মাটিরাঙ্গা উপজেলার ১নং তাইন্দং ইউনিয়নের সুকুমার কার্বারি পাড়ায় দুই পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে উত্তম কুমার ত্রিপুরা নামের একজন নিহত হন। তিনি স্থানীয় হেডম্যান পাড়ার সুনীল ত্রিপুরার ছেলে। এসময় তার কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এদিকে, ইউনাইটেড পিললস ডেমোক্রেটিকস ফ্রণ্ট( ইউপিডিএফ) এর জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনায় নিন্দা জানিয়ে দাবী করে বলেছেন, মুখোশধারীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে স্থানীয় যুবক উত্তম কুমারকে হত্যা করেছে। এতে চিগন চিজি চাকমা (২৪) নামে এক ইউপিডিএফ কর্মী আহত হয়েছেন।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.