রাঙামাটির দুর্গম জুরাছড়িতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভার আয়োজন করে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ। এসময় উপস্থিত ছিলেন- জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা, উপজেলার স্বাস্থ্য বিভাগের মেডিকেল কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন, স্বাস্থ্য পরিদর্শক সুনীল কান্তি চাকমা`সহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা। অনুষ্ঠান পরিচালনা করেন স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী স্বাস্থ্য পরিদর্শক প্রচারক চাকমা।
অবহিত করণ সভায় বক্তারা বলেন, অপুষ্টি জনিত অন্ধত্ব দূর করতে এবং শিশুমৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সভায় বক্তারা আরো বলেন, ভিটামিন ‘এ’ শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এক অনুপুষ্টি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.