সোমবার রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া চেক পোষ্ট থেকে দেশীয় অস্ত্রসহ ইউনাইটেট ডেমোক্রেটিস ফ্রন্ট (ইউপিডিএফ) মপল হষহতপল আটক করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তির নাম লক্ষীধন চাকমা(৪২)।
জানা যায়, গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার সকালের দিকে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া চেক পোষ্টের সেনাবাহিনীর সদস্যরা মোটর সাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এসময় একটি দেশীয় তৈরী আগেয়াস্ত্রসহ লক্ষীধন চাকমাকে আটক করে। পরে উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিকে কাউখালী থানায় সোর্পদ করা হয়। আটক লক্ষীধন চাকমা পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেট ডেমোক্রেটিস ফ্রন্ট ইউপিডিএফ এর চাদাঁ কালেক্টর হিসেবে কাজ করে আসছিলেন। আটকের পর তাকে কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকৃত ব্যক্তি কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লোয়ার পোয়াপাড়া গ্রামের মৃত বরুন বিকাশ চাকমার ছেলে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল্ল্যাহ সত্যতা স্বীকার করে জানান, সোমবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী একজনকে অস্ত্রসহ আটক করে কাউখালী থানা পুলিশকে হস্তান্তর করেছে। আটককৃত বিরুদ্ধে ১৯-এ ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা হয়েছে এবং তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.