রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের দুই কিলো নামক স্থানে বুধবার দুপুর উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ইউপিডিএফ গণতান্ত্রিক দলের জানং চাকমা (৩৮) ও অপর জন সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ( জেএসএস) তজিম চাকমা (৩৫)। এসময় একজন পথচারীসহ ২জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রূপকারী ইউনিয়নের দু’কিলো নামক এলাকায় বসে ইউপিডিএফ এর সশস্ত্র সদস্যরা দোকানে চা পান করছিলেন। এসময় প্রতি পরে সদস্যরা গিয়ে অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে এক ঘন্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিললস ডেমোক্রেটিক ফ্রন্টের গণতান্ত্রিক দলের উপজেলা সমন্বয়ক জেনন চাকমা ও সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সেকশন কমান্ডার তজিম চাকমা নিহত হন। এসময় জনসংহতি সমিতির সদস্য সুজন চাকমা ও পথচারী মো. মনু মিয়া নামের এক যুবক। মনু মিয়ার হাটুতে গুলি লাগে। তাকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহত সুজন চাকমাকে তার দলের সদস্য নিয়ে যায়। খবর পেয়ে পেয়ে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে ঘটনস্থলে বিজিবি পুলিশ আনসার মোতায়েন করা হয়েছে।
বাঘাইছড়ি উপজেলার জনসংহতি সমিতির এমএন লারমা দলের সাধারণ সম্পাদক জোসি চাকমা এ ঘটনার জন্য জেএসএস সন্তু লারমা সশস্ত্র সদস্যরা গিয়ে ইউপিডিএফের গণতান্ত্রিক সম্বয়ক জানং চাকমাকে গুলি করে হত্যা করেছে বলে দাবী করেছেন। তবে তজিম চাকমা নিজেদের গুলিতে নিহত হয়েছেন। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দোষীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন। তবে জেএসএস সন্তু লারমা দলের বাঘাইছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ত্রিদিপ চাকমা ওরফে দীপ বাবু এ ঘটনার অভিযোগ অস্বীকার করে বলেন তাদের দলে কোন সন্ত্রাসী অস্ত্রধারী সদস্য নেই। তার দল পার্বত্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্য কাজ করছে। তার দল জনগণের জন্য কাজ করছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.