সোমবার ভোর রাত আড়াইটার দিকে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঢেবাছড়ি এলাকায় চালিয়ে ৬ কোটি টাকার মূল্যর গাঁজার ক্ষেত ধ্বংস করেছে যৌথ বাহিনী অভিযান। এ সময় জ্যোতি লাল চাকমা (৪০) নামের এক গাঁজা চাষীকে আটক করা হয়েছে। ধ্বংস করা গাঁজার পরিমাণ প্রায় ৬ হাজার কেজি(৬ টন)।
জানা গেছে, গোপণ সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাত আড়াইটার দিকে সেনা বাহিনী ও চট্টগ্রাম র্যাবের ৭ এর সদস্যরা ঘাগড়া ইউনিয়নের দুর্গম ঢেবাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। এতে ঢেবাছড়ি পাহাড়ী এলাকার পাহাড়ের উপর চাষ করা ১ গাঁজার ক্ষেত পাওয়া যায়। এসময় যৌথ বহিনীর অভিযানে টের পেয়ে পালানোর সময় গাঁজা চাষী জ্যোতি লাল চাকমকে আটক করেছে। সে ঢেবাছড়ি গ্রামের রেদু কুমার চাকমার ছেলে। আটক ব্যক্তি দীর্ঘ দিন থেকে গোপনে গাঁজা চাষ করে আসছিল। পরে পাহাড়ের উপর চাষ করা প্রায় ৬ হাজার কেজি(৬টন) গাঁজার ক্ষেত আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৬কোটি টাকা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.