বরকল উপজেলায় লুদিবাঁশছড়া দায়ক- দায়িকাবৃন্দের উদ্যোগে তথাগত ভগবান বুদ্ধের প্রবর্তিত মহতি প্রবারণা পূজা উপলক্ষে শতাধিক পূণ্যার্থীদের সমাগমে বুদ্ধপূজা,বুদ্ধমূর্তিদান,সংঘদান, অষ্টপরিস্কারদান,দানীয় বস্তু উৎসর্গ সহ নানাবিধ দানযজ্ঞ অায়োজনের মধ্যে দিয়ে ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার লুদিবাশছড়া শাখা বন বিহারে প্রবারণা পূণ্যানুষ্ঠান উদযাপিত হয়েছে।
এসময় লুদিবাশছড়া শাখা বন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাহিত ভিক্ষু বিহার উন্নয়ন তথা সামাজিক উন্নয়ন সম্পর্কে এবং বুদ্ধের অমৃতবাণী ও প্রবারণা পূণ্যানুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে পূণ্যার্থীদের মাঝে একক ধর্মদেশনা প্রদান করেন। তিনি প্রবারণা পূর্ণিমা উপলক্ষে জগতের সকল প্রাণীর হিত সুখ ও মঙ্গল কামনা করেন।
এসময় অন্যান্যদের লুদিবাশছড়া শাখা বন বিহার পরিচালনা কমিটির সভাপতি প্রতিময় চাকমা,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা, সহকারী শিক্ষক সমর বিকাশ চাকমা সহ লুদিবাঁশছড়া শাখা বন বিহারের ভিক্ষুসংঘ ও বিভিন্ন এলাকার দায়ক দায়িকাবৃন্দ উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.