বাঘাইছড়ি উপজেলা সদর বটতলী সড়কের সাথে তিন ইউনিয়নের যোগাযোগব্যবস্থা হচ্ছে একমাত্র বটতলী উপজেলার সড়কটি। গেল বছর বন্যাকবলিত হওয়ার পর সড়কটি মেরামতের উদ্যোগ নেয়নি উপজেলা প্রশাসন ও পৌর কর্তপক্ষ ।
প্রতিদিন হাজারো মানুষে যাতায়াত ব্যবস্থা সড়টি যেন মরণ ফাঁদ পরিণত হয়েছে প্রতিনিয়ত যেন দেখার কেউ নাই? দেড় কিলোমিটার সড়কটি মোটর সাইকেল, সিএনজি, ইজিবাইকে যাতায়াত করতে সময় লাগে ৩৫ মিনিটের মত। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যপক সমালোচনার ঝড় উঠেলেও কিন্তু প্রশাসনের ও পৌরসভার নজরের বাইরে থেকে যায় সড়টি। জরুলী কোন রোগীকে নিয়ে হাসপাতালে যেতে যেতে রোগীর যেন দরঅবস্থা হয়ে উঠে। প্রতিদিন যেন দুই একটি চোটবড় রোড় এক্সিডেন্ট হচ্ছে। মানুষের পায়ে হেটে চলার অনুপযোগী হয়ে পড়েছে ব্যস্ততম সড়কটি।
মাদ্রাসা পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো শাহাআলম বলেন বাড়ী থেকে বের হয়ে মসজিদে নামাজ পড়তে যেতে পারি না নিয়মিত। একটু বৃষ্টি হলে রাস্তটি কাদাযুক্ত হয়ে পড়ে। তাই নামাজ পড়তে হয় বাড়ীতে। আমি প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি দ্রুত যেন সড়কটি মেরামত করে দেন।
বাঘাইছড়ি পৌরসভার মেয়র জনাব জাফর আলী খাঁন সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা নগর উন্নয়ন প্রকল্প থেকে ২কোঠি ৬৩ লক্ষ একটি ইষ্টিমিট করেছি করোনার কারনে প্রকল্পটি এখনো অনুমোদন হয়নি। আমরা চেষ্টা করছি প্রকল্পটি দ্রুত অনুমোদনে জন্য। অনুমোদন হলে সব সমস্য সমাধান হবে আশা রাখি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার আহসান হাবিব জিতু সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন পৌর এলাকার ভিতরে আমারা কাজ করতে পারিনা তাই এইটা পৌরসভার দায়িত্ব। মেয়রের সাথে আমি আলাপ করে দ্রুত সংস্কার করতে চেষ্টা করবো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.