রাঙামাটিতে দুজন পুলিশ সদস্যসহ নতুন করে আরো ৮জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে করোনা উপসর্গে মারা যাওয়া দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে এ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনের।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল জানান, গেল রোববার রাতে বাঘাইছড়ি উপজেলার ১ জন এবং সোমবার সকালে চট্টগ্রামের ল্যাব থেকে ৮টি করোনা পজেটিভ রিপোর্টে এসেছে। এর মধ্যে দুজন পুলিশসহ ৬জন দেহে করোনা পজেটিভ এসেছে এবং গত ৬জুন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এক বৃদ্ধ এবং গত ৩১ মে কাপ্তাইয়ের রাইখালীতে মারা যাওয়া এক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭৮ জনের। তবে করোনা আক্রান্তদের মধ্যে ৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্ষন্ত রাঙামাটি জেলা থেকে করোনা নুমনা সংগ্রহ করে চট্টগ্রামে ল্যাবে পাঠানো হয়েছে ১৩৭৬টি এবং এ পর্ষন্ত পরীক্ষার রিপোর্ট এসেছে ১ হাজার ১৬৪টি।
তিনি আরো জানান, এ পর্ষন্ত ৩হাজার ১৩জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছিল। তার মধ্যে থেকে দুই হাজার ৮১৬জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বাকী ১৯৭জনকে হাম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.