• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
লংগদুতে ঝড়ে নৌকা ডুবে মা ও দু্ই ছেলের মৃত্যু                    বিলাইছড়িতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জোন কমান্ডার                    ইউপিডিএফের অস্ত্রধারীদের এদেশ থেকে বিতাড়িত করা হবে-ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক                    খাগড়াছড়ির সহিংসতা ঘটনায় রাঙামাটির এনসিপির নিন্দা ও প্রতিবাদ                    গুইমারায় নিহত ৩জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর,১৪৪ ধারা বলবৎ                    রাঙামাটিতে রাজনৈতিক,ধর্মীয়,সামাজিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়                    খাগড়াছড়ির উদ্ভূতপরিস্থিতি মোকাবেলায় পাহাড়ি-বাঙ্গালীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান-পার্বত্য উপদেষ্টা                    পাহাড়ে ফুটবলে বড় আসর ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    শুক্রবার পর্দা উঠছে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট                    খাগড়াছড়িতে জুম্ম শিক্ষার্থীকে ধর্ষনের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত                    বাঘাইছড়িতে প্রসবের পরবর্তী রক্তক্ষরণে এক নবজাতক মায়ের মৃত্যু                    রামগড় স্থলবন্দর প্রকল্পের ভূমি অধিগ্রহণমূল্য কম নির্ধারণে এলাকায় অসন্তোষ                    সাজেকে ইঁদুর বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্যসহায়তা নতুন করে বেঁচে থাকার আশা জাগিয়েছে                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৮ম সভা অনুষ্ঠিত                    রাঙামাটিতে রাজবন বিহারে মহাপুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত                    পাহাড়ে সহিংসতা ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    সাজেকে পর্যটকবাহী জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খুবির এক শিক্ষার্থী নিহত ও আহত ১১                    দুদকের রাঙামাটি জেলা পরিষদে অভিযান                    তিন পার্বত্য জেলা পরিষদে প্রাথমিক শিক্ষক নিয়োগে সীমাহীন দুর্নীতি চলছে                    খাগড়াছড়িতে মা ও শিশু স্বাস্থ্য চিকিৎসা ক্যাম্প                    
 
ads

পাহাড়-সমতলের সাথে কোন বিভেদ থাকবে না-সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2024   Tuesday

যতদিন পর্যন্ত রাষ্ট্র পূর্ণগঠন না হচ্ছে ততদিন পর্যন্ত দেশে ছাত্র-জনতার আন্দোলন চলবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, রাষ্ট্রপূর্ণগঠন না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তরুণদের হাত ধরেই রাষ্ট্র পূর্ণগঠন হবে এবং সকল নাগরিকের সমান মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। হাসিনা সরকারের পতনের পর অর্জিত বিজয় কিছুতেই যাতে ম্লাান না হয় সে জন্য ছাত্র জনতাকে ঐক্যবদ্ধও থাকতে হবে।
তিনি আরো বলেন, আমরা খুব শীঘ্রই এমন একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশ হবে ন্যার্য্যতার ভিত্তিতে, যে বাংলাদেশে কারো সাথে কোন বিভেদ টেনে দেওয়া হবে না। পাহাড় সমতলের সাথে কোন বিভেদ থাকবে না। সবার জন্য মৌলিক ও মানবাধিকার নিশ্চিত হবে।
মঙ্গলবার বিকালে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণ অভ্যুত্থানের প্রেরনায় আহতদের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি,চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্র গণ আন্দোলনে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়েছে। ছাত্র গণ আন্দোলনে আবু সাঈদ,ওয়াসিম,মুগ্ধসহ যাদের রক্তের বিনিময়ে বিজয় অর্জিত হয়েছে তাদের অবদান রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। নিজেদের বিভাজনের মধ্যে দিয়ে যদি আমরা এ দায়িত্বের প্রতি অবহেলা করি তাহলে তা হবে তাদের রক্তের সাথে বিশ্বাস ঘাতকতা করা । আমরা ছাত্র জনতা তা হতে দেব না।
তিনি আরো বলেন , ক্ষমতা খুব খারাপ জিনিস। ক্ষমতায় যারা যায়, তারা সবাই ত্যাগকে ভুলে যায়। অতীতেও তা বার বার ঘটেছে। কিন্তু বর্তমান তরুণ প্রজন্ম আন্দোলন সংগ্রামে বিশ্বাস ঘাতকতা করেনি আর করবেও না। ক্ষমতা ,অর্থ তরুণদের টানেনি। টেনেছে শুধু মুক্তি এবং জনগনের স্বাধীনতা। এ জন্যই আবু সাঈদ,ওয়াসিম,মুগ্ধরা রাস্তায় এসে বুলেটের সামনে বুক পেতে দিয়ে আত্মাহুতি দিয়েছে । তাদের এ রক্তের মূল্য দিতে হলে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের আন্দোলন সংগ্রাম এখনো চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছে। সাংবিধানিক সকল প্রতিষ্ঠান জনগনের আস্থা হারিয়েছে। তাই রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে পুর্নগঠন করতে হবে। তাই বর্তমান অন্তবর্তী সরকারকে আমরা সময় দিতে চাই।
তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভুমিকা অত্যন্ত গুরুত্বপুর্ণ। আমরা আর বেনজির ও হারুন মার্কা পুলিশ দেখতে চাই না, ছাত্র সমাজ চায় দেশপ্রেমিক ও সৎ পুলিশ বাহিনী । তাই পুলিশ প্রশাসনকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।
তিনি দুর্নীতিবাজ সকল কর্মচারি কর্মকর্তাদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে আরো বলেন, ফ্যাসিষ্ট সরকারের আমলে যে সকল সরকারি কর্মকর্তা আসেন আছেন তাদের সবাইকে দুর্নীতি ও ঘুষ-বানিজ্য বন্ধ করতে হবে, অন্যথায় আপনাদের অবস্থা ভাল হবে না।
তিনি বলেন, পাহাড়ে বর্গা শিক্ষক দেয়া আর চলবে না, পাহাড়ের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিকায়ন ও দুর্নীতিমুক্ত করে গড়ে তুলতে হবে। পাহাড়ের মানুষ যেন সমতলের মতো সকল প্রকার সুযোগ সুবিধা পায় সেজন্য বর্তমান সরকারকে উদ্যোগ নিতে হবে। পাহড়ে শিক্ষা ব্যবস্থা,যাতায়াত,স্বাস্থ্য ব্যবস্থা,পাহাড়ে চাঁদাবাজিসহ সকল বিষয় নিয়ে ঢাকায় গিয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলা হবে।
মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, রাঙামাটি জেলা সমন্বয়ক আব্দুল আহাদ বক্তব্য দেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি খাগড়াছড়ি থেকে রাঙামাটিতে পৌছান।
চট্টগ্রামের ছাত্র সমন্বয়ক খান তালাদ মাহমুদ রাফি বলেন, সারা দেশের ন্যায় ৫আগষ্ট রাঙামাটিতে ও ছাত্র আন্দোলন হয়েছে। তাই সারা দেশের ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতন হয়েছে। এখন নতুন করে সবাইকে নিয়ে আমাদেরকে দেশ গড়তে হবে। সবাইকে সজাগ থাকতে হবে যেন দেশটাকে অরাজগতা সৃষ্টি করতে না পারে।

---হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ