বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের উদ্যোগে শনিবার জুরাছড়ি উপজেলায় করোনায় কর্মহীন ও অসহায় ৭০ পরিবারের মাঝে নগদ অর্থ এবং ৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। । এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা তপন কুমার দে, উপজেলা ছাত্রলীগের সভাপতি জ্ঞান মিত্র চাকমা, সাধারন সম্পাদক সুদীপ্ত চাকমা, যুব প্রধান রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি ইউনিটের রানা দে, ফিল্ড অর্গানাইজার নুশৈপ্রু মারমা প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা করোনায় কর্মহীন ও অসহায় ৭০ পরিবারের মাঝে নগদ অর্থ এবং ৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
প্রধান অতিথি জ্ঞানেন্দু বিকাশ চাকমা বক্তব্য কালে বলেন, বর্তমানে করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পরেছে, এবং লক্ষ লক্ষ মানুষ এই প্রাণঘাটি ভাইরাসে মৃত্যু বরণ করছে। তাই তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে সবাইকে সচেতন করেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.