রাঙামাটিতে ৫৫ বছরের এক ব্যক্তির জ¦র,সর্দি ও কাশি থাকায় রোববার রাঙামাটি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এর আগে গেল ১০ এপ্রিল একই রোগে রাজস্থলী উপজেলায় অপর একজনকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এদিকে রাঙামাটিতে ৬১ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৪৬ জনের করোনা ভাইরাসের নেগেটিভ এসেছে বলে জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, রাঙামাটিতে ৫৫ বছরের এক ব্যক্তির জ¦র,সর্দি ও কাশি থাকায় রোববার রাঙামাটি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। পাশাপাশি তার থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পরীক্ষার জন্য পাঠনো হয়েছে। এর আগে রাজস্থলী উপজেলায় অপর একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। তার থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নমুনার রেজাল্ট নেগেটিভ আসায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
তিনি আরো জানান, রাঙামাটিতে ৬১ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৪৬ জনের করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে। বাকীদের এখনো রেজাল্ট হাতে পা্ওয়া যায়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.