গেল ২৪ ঘন্টায় রাঙামাটি জেলায় নতুন ৪ জনকে হোম কোয়ারেন্টাইন নেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা ১৮৬ জনের মধ্যে ১০২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৮৪ জন রয়েছেন বলে জানিয়েছেন রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।
এদিকে, হোম কোয়ারেন্টাইনের থাকা লোকজনকে নিরাপদ আশ্রয়ে থাকতে নিশ্চিত করতে কাজ করছে রাঙামাটি জেলা প্রশাসনের মোবাইল টিম ও সেনাবাহিনী ও পুলিশ।
অন্যদিকে পুরো রাঙামাটি জুড়ে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নজরদারী। শহরে দিন রাত প্রশাসনের মোবাইল টিম চালাচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনীর কয়েকশ সদস্য শহরের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করেছে। লোকজনকে রাস্তায় ঘোরাফেরা না করে বাড়ী বাড়ী থাকাটাই নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.