খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক এনএসডব্লিওসিপিএসসি বলেছেন, শিক্ষাথীদের পড়াশুনার পাশাপাশি সুশিক্ষিত হতে হবে। যে জাতি যত শিক্ষিত হবে সে জাতি তত বেশী উন্নত হবে। তাই শিক্ষার আলো দূর্গম পাহাড়ে ছড়িয়ে দিতে হবে। সাজেক পর্যটন বাংলদেশের একটি দর্শনীয় স্থানে পরিনত হবে।
বৃহস্পতিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ১২ বীর বাঘাইহাট জোনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় সামগ্রি, সোলার প্যানেল ও নগদ অর্থ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এর আগে গংগ্রাম মূখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও সাজেক লুইলুই পাড়া জুনিয়র হাই স্কুল পরিদর্শন করেন। এসময় বাঘাইহাট ১২ বীর জোনের জোন অধিনায়ক লে ঃ কর্ণেল গোলাম আযম এসবিপিপিএসসি উপস্থিত ছিলেন।
বিদ্যালয় পরিদর্শন শেষে বাঘাইহাট জোনের পক্ষ থেকে গংগ্রাম মূখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কমিটির নিকট হাই এবং লো- বেঞ্চ, স্কুল মেরামতের জন্য নগদ বিশ হাজার টাকা প্রদান করেন। এবং লুইলুই পাড়া জুনিয়র হাই স্কুলে ২০০ ওয়ার্ড সোলার বিতর করেন ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.