নিরাপদ সড়কের দাবীতে রোববার রাঙামাটি লেকার্স পাবলিক স্কুলসহ অন্যান্য বিদ্যঅরয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের শহরের কাঠালতলী এলাকায় ঘন্টা ব্যাপী মানবন্ধন করা হয়। এসময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবী-দাওয়া নিয়ে বিভিন্ন ফেস্টুন ও প্লেকার্ড প্রদর্শন করে। মানববন্ধনে শিক্ষার্থী ছাড়াও বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। এতে বিদ্যালয়ের অধ্যক্ষ কোয়াটট্রন লিডার(অবঃ) নূর কতুববুল আলম, উপাধ্যক্ষ বৈশালী রায়, সিনিয়র শিক্ষক লিটন দেবসহ অন্যান্যরা।
এছাড়া একই দাবীতে রাঙামাটির শহরের বিভিন্ন বিদালয়ের সড়কের সামনে শিক্ষার্থীরা মানবন্ধন কর্মসূচি পালন করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.