মঙ্গলবার কাপ্তাই উপজেলাধীন কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সকালে এক লক্ষ পাঁচ হাজার টাকা ব্যয়ে নির্মিত কক্ষটি উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমীন।
এসময় আরো উপস্থিত ছিলেন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, পিআরডিবি অফিসার আব্দুল্লাহ আল বাকের, স্কুলের প্রধান শিক্ষক মোঃ আহসান উল্লাহ, বিদ্যালয় কমিটির সহ-সভাপতি লাল মারমা, ইউপি সদস্য সজিবুর রহমান এবং কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন প্রমুখ।
এর আগে ইউএনও সুইডিশ নূরুীয়া মাদ্রাসা ও এতিমখানায় নির্মিত সিলিং কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, সুইডেন পলিটেকনিকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল লতিফ পাটোয়ারী, মাদ্রাসা পরিচালক হাফেজ মোকাম্মল হোসেন, মাদ্রাসা কমিটির সভাপতি ফয়েজ আহমেদসহ স্কুলের শিক্ষকরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.