খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১৯জন হতদরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা অনুদানের অর্থ প্রদান করা হয়েছে।
পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অনুদান প্রদান অনুষ্ঠানে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা প্যানেল চেয়ারম্যান লোকমান হোসেন, খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার একান্ত সহকারী সচিব খগেন ত্রিপুরা, লাতবান ইউপি চেয়ারম্যান কিরণ কিশোর ত্রিপুরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা ১৯জন শিক্ষার্থীদের মাঝে বইপত্র,খাতা কিনার জন্য ১লাখ ছয় হাজার টাকা প্রদান করেন। অনুদান পেয়ে পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ইনু প্রভা চাকমা জানায়এ টাকা দিয়ে সে পড়া-লেখার বই-খাতা কিনতে পারবে সে খুবই খুশি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.