কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি অমল কান্তি দে এর সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদুল আলম চৌধুরী, ৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন,কাপ্তাই উপজেলা আ`লীগ সহ সভাপতি দীপ্তিময় তালুকদার। স্কুলের সহকারী শিক্ষক ঈশ্বরচন্দ্র তংচংগ্যার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক খালেদা আক্তার।।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.