কাপ্তাই উপজেলাধীন রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহবুবে ইলাহী" নিবেদিত শিক্ষক নির্বাচিত হয়েছেন। সর্বমোট ১৮ জন শিক্ষককে অনিবেদিত শিক্ষকের জন্য মনোনিত করা হয়। এর মধ্যে বিচারকগন সর্বসম্মতিতে রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহবুবে ইলাহীকে নির্বাচিত করে।
গেল বৃহস্পতিবার নিবেদিত শিক্ষককে ক্রেষ্ট প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিলবার হোসেন।এসময় আরো উপস্থিত ছিলেন ইউএনও তারিকুল আলম,ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা,নুর নাহার বেগম,উপজেলা আ` লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদের আহাম্মদ,সাংবাদিক নজরুল ইসলাম লাভলু,মো: কবির হোসেন সহ উপজেলার বিভিন্ন বিভাগীয় প্রধানগন,জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এভাবে প্রতিজন শিক্ষককে আন্তরিকতার মাধ্যমে কাজ করে নিবেদিত শিক্ষক হওয়ার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.