কাপ্তাই উপজেলায় পিএসসি পরীক্ষায় ১০৮জন জিপিএ ৫ পেয়েছে। এবারের এ উপজেলায় মোট পাশের হার ৯৮.৫ শতাংশ।
শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আনুষ্ঠানিকভাবে পিএসসির পরীক্ষার ফলাফল ঘেষনা করনে। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খুরশীদ আলম চৌধুরীসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, কাপ্তাই উপজেলায় পিএসসি পরীক্ষায় এবার সরকারী ৫২টি ও বেসরকারী ১০টি সহ মোট ৬২টি বিদ্যালয় রয়েছে। এতে সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী ও কেজিস্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ২৮৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহন করেন ১২৬৩ জন। এতে কৃতকার্য হয় ১২৪৪ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১০৮ জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.