জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটির জীবতলী ইউনিয়নে এক শোক সভার আয়োজন করা হয়।
জীবতলী ইউনিয়নের গোবাঘোনা এলাকায় আয়োজিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। আওয়ামলীগের রাঙামাটি সদর উপজেলার সভাপতি হৃদয় বিকাশ চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন জেলা আওয়ামলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দীন,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা প্রমুখ।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও এক মিনিট নীরবতা পালন করা হয়। শোক সভায় জীবতলী ইউনিয়নের আওয়মীলীগের নেতাকর্মীসহ এলাকাবাসীরা অংশ গ্রহন করেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলেও কিছু সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আওয়ামীলীগকে নিশ্চিন্ন করতে নানান মিথ্যে অপপ্রচার অপকৌশল করে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি সকল ভয়কে কেটে উঠে ঐক্যবদ্ধভাবে আগামীতে উন্নয়ন ও সম্প্রীতির স্বার্থে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.