শনিবার জুরাছড়িতে সেনা বাহিনীর উদ্যোগে এসএসসি পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অনুদান প্রদান করা হয়েছে।
জুরাছড়ি জোনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোন অধিনায় লেঃকর্ণেল কেএম ওবায়দুল হক। এ সময় বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, হেডম্যান করুনা ময় চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিকাষক মেঘবর্ণ চাকমাসহ সেনা বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের সনদ ও গরিব ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তির লক্ষে অনুদান তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায় লেঃকর্ণেল কেএম ওবায়দুল হক বলেন, শান্তি-সম্প্রীতির-উন্নয়নের মূলমন্ত্রে পার্বত্য এলাকায় সেনা বাহিনী শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে সর্বস্থরের জনসাধারণকে সহযোগীতায় এগিয়ে আসতে হবে।
তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাবা-মা যেমনি তোমাদেরকে নিয়ে বিভিন্ন স্বপ্ন দেখছেন-তেমনি দেশও তোমাদের কাছ থেকে আগামী উন্নয়েন অনেক প্রত্যাশা করছে। সুতরাং নিজেকে নিজে গন্তব্যে পৌছানোর লক্ষ্যে লেখা-পড়ার আরো বেশী মনোযোগী হতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.