মঙ্গলবার জুরাছড়ি উপজেলায় বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ ও অনুদান বিতরণ করা হয়েছে।
উপজেলা বিশ্রামাগরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ে বেঞ্চ ও অনুদান বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। এসময় রাঙামাটি আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও সাবেক আওয়ামী লীগের সভাপতি বন বিহারী চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী রঞ্জন দেওয়ান, আওয়ামী লীগের সহ-সভাপতি অনিল কুমার কার্ব্বারী, প্রথান শিক্ষক সমিতিতির সভাপতি নিত্যানন্দ চাকমা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা পার্বত্য চট্টগ্রামের বসবাসরত মানুষের সুখে-দুখে বন্ধু আওয়ামী লীগ সরকার। এ সরকারের উন্নয়ন এগিয়ে নিতে সম্মিলিত ভাবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, পাহাড়েরর উন্নয়ন ধারাকে আরো গতিশীল করতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। সে লক্ষে সকলকে সর্বাত্বকভাবে এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি অগ্নিকান্ডে পুড়ে যাওয়া পেকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০ জোড়া, মগাছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০ জোড়া, পানছড়ি ভুবন জয় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে ১০ জোড়া, সাপছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ জোড়া, কুসুমছড়ি সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে ৫ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.