বৃহস্পতিবার রাঙামাটিতে তৈয়বিয়া স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর। সিনিয়র শিক্ষক মোঃ মনসুর আলীর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পার্বত্যাঞ্চলের প্রবীন শিক্ষাবিদ অধ্যক্ষ আল্লামা নুরুল আলম হেজাজী, সাবেক জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, সাবেক প্রেসক্লাব সভাপতি এস এম শামসুল আলম, শহীদ আবদুল আলী একাডেমির প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির নির্বাহী সভাপতি হাজী জানে আলম, সহ-সভাপতি এম এ মুস্তফা হেজাজী, জেলা গাউছিয়া কমিটির অর্থ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, সাবেক সভাপতি আবদুল হালিম ভোলা, আবু জাফর সওদাগর, হাজী মোজাম্মেল হক, আহমদুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে আনজুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,সমাজ ও দেশকে এগিয়ে নিতে বাস্তবমুখি শিক্ষার বিকল্প নেই। বর্তমান সময়ে সমজের সবচেয়ে বড় ব্যাধি ঙ্গিবাদ। এ থেকে সমাজকে মুক্ত রাখতে সর্বত্র নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.