বুধবার রাঙামাটিতে মাদককে ‘না’ বলে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। শহরের বনরূপার মুজাদ্দেদ-ই-আলফেসানি একাডেমি উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবি সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এ অনুষ্ঠান আয়োজন করে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহাগের সভাপতিত্বে এই লাল কার্ড প্রদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, লাল সবুজ সংঘের কেন্দ্রীয় সদস্য ছাইফুল্ল্যাহ মনছুর, জাহিদুল আলম জামিল, সজিবুর রহমান ও বায়োজিদ খন্দকার সাকিবসহ বিদ্যালয়ের শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা স্কুল মাঠে লাইনে দাঁড়িয়ে লাল কার্ড উচিয়ে সব ধরনের মাদকদ্রব্যসহ বাল্যবিবাহ বর্জনে শপথ নেয়।
উল্লেখ্য, কুমিল্লা হতে লাল সবুজ সংঘের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রাম জেলায় মাদক ও বাল্যবিবাহ বিরোধী আন্দোলনে ৯ দিনের সফর করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.